চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রামে পাহাড়তলী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়ায় আরাফাত জামিন পেলেন ।
মামলার বাদি একই উপজেলার বাতুপাড়া গ্রামের এইচ এম শাহাদাতের স্ত্রী আছমা শাহাদাত । বাদী বিবাদী উভয়ে চট্রগ্রামে বসবাস ।
মামলার বিবরণে জানা যায়, বেলাল ও শাহাদাতের বন্ধুত্ব সম্পর্ক । সেটা পারিবারিক পর্যায়ে পৌঁছে । উভয়ে পারিবারিকভাবে বাসায় আসা যাওয়া, আপ্যায়ন ইত্যাদি ইত্যাদি । এক পর্যায়ে বেলালের ছেলে আরাফতের সাথে শাহাদাতের মেয়ে ফাতেমাতুজ জোহরা মীম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । এতে প্রেমিক প্রেমিকার মধ্যে বিভিন্ন আইটেমের ছবি আদান প্রদান হয় । ছবি গুলো চোখে পড়লে শাহাদাত স্ত্রীকে বাদী করে চট্রগ্রামে পাহাড় তলী থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন । বাদী ও বিবাদী উভয়ের স্থায়ী ঠিকানা নাংগলকোট উপজেলাধীন হলেও রহস্যজনক কারণে মামলার এজাহারে উল্লেখ করেনি ? আবার শাহাদাত নিজে বাদী না হয়ে স্ত্রীকে বাদী করা নিয়েও অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন ।