1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা

মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
হোসেনপুর উপজেলার পুমদীতে আহাম্মদ ফকির নামে কথিত এক কবিরাজের কবরকে ঘিরে বাৎসরিক মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে উপজেলার রামপুর বাজারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মাও. আবদুল বাছীর সাদী। এতে ডাহেরা গোলপুকুরপাড় আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল কাইয়ুম মামুন, আব্দুল্লাহ ইবনে আবুবকর (রা.) মাদরাসার মুহতামিম মাও. সাইয়েদ সিরাজুল হুদা, হাসান রাবেয়া (রা.) মাদরাসার মুহতামিম মাও. কারিমুল্লাহ, মাও. আবুল কাশেম জুয়েল, মাও. আবুল কালাম ফারুকী, মাও. নাজমুল হাসান ফয়সাল, মাও. রফিকুল ইসলাম, আবুল ফাতাহ মো. নূরুল্লাহ, মাও. এমদাদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, কতিপয় ব্যক্তির যোগসাজশে কথিত আহাম্মদ কবিরাজের নামে পুমদী গ্রামে সপ্তাহব্যাপী মেলায় সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম যেমন জুয়ার আসর, মাদকের আড্ডা, ইভটিজিংসহ নানা ধরণের অপকর্ম হয়ে থাকে। এলাকার লোকজনের প্রতিবাদের মুখে গত তিন বছর ধরে মেলাটি বন্ধ রয়েছে।

কিন্তু কতিপয় ব্যক্তি নিজেরা আর্থিকভাবে লাভবান হতে আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মেলা বন্ধের লিখিত আবেদনও করা হয়েছে।

বক্তারা অবিলম্বে মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী সব কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম