শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের উরকিরচর হারপাড়া এলাকায় আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার অভিযোগে মোহাম্মদ মাহমুদ (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মিয়া বাড়ির মৃত আব্দুল লতিফের পুত্র।১৫ জুলাই বুধবার দুপুরে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মহসিন রেজা,রাউজান থানার এস আই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ওই থেকে তাকে গ্রেপ্তার করে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন,প্রকাশ্য দিবালোকে লাথি মেরে মসজিদের মেহরাব ভাঙ্গার ঘটনার সাথে জড়িত মাহমুদকে গ্রেপ্তার করার পর বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আমরা চেষ্টা করছি মেহরাব ভাংচুরের পিছনে আরো কারা জড়িত রয়েছে। তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে।উল্লেখ্য যে গত ১১ জুলাই শনিবার মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আনোয়ার চৌধুরীর পুত্র তৌসিফ আনোয়ার (২৫)ও তাঁর চাচা আব্দুল লতিফের পুত্র মাহমুদ (৫০) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে রাউজান থানায় মামলা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ।