এম এ মজুমদারঃ ঈদের আগে ও পরে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে একবার বলা হচ্ছে ঈদের আগে ও পরে মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। আবার বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পশুবাহী ট্রাক ব্যতীত সকল সাধারণ পন্যবাহী পরিবহন ওই ৯ দিন ফেরী পারাপার বন্ধ থাকবে। তবে ঈদে গণপরিবহন বা লঞ্চ, বাস ও ট্রেন বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়। কিন্তু করোনাভাইরাসের এই মহামারিতে ঈদের সময় মানুষ দলবেধে আবার গ্রামে ও শহরে যাতায়াত করলে সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে তা বলা মুশকিল। তাই ঈদের মানুষ স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কোরবানির ঈদে সব চাকরিজীবীকে কর্মস্থলে থাকার নির্দেশনা ইতোমধ্যে দিয়েছে সরকার। গণপরিবহন সীমিত পরিসরে চলাচল করায় ঈদের সময় সিদ্ধান্ত কী হবে, তা জানতে সবার আগ্রহ সামধারণ মানুষের।
জানা গেছে, ঈদের আগে-পরে ৯ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশু পরিবহনের যানবাহন ছাড়া পণ্য পরিবহনের অন্য সব যান বন্ধ রাখবে সরকার; এই সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল অব্যাহত থাকবে। ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ নিয়ে বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে এক বৈঠকের শুরুতে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঈদের আগে-পরে ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন।তবে সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদের আগে-পরে নয় দিন পণ্য পরিবহন বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুর ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে চলাচল বন্ধ থাকবে। নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না। আগের বক্তব্য থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে ওই প্রস্তাব উত্থাপিত হয়েছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে, কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না।তবে ঈদে গণপরিবহন বা বাস ও ট্রেন বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়। এ বিষয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাসের বলেন, ঈদে গণপরিবহন বন্ধের কোন সিদ্ধান্ত হয় নি। তবে ঈদের আগে ও পরে ৯দির নিত্য প্রয়োজনী পন্য ও পশুবাহী ট্রাক ছাড়া পন্যপরিবহন বন্ধের বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে রেলওয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, ঈদে ট্রেন বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি। সরকার সিদ্ধান্ত নিলে পরে তা জানানো হবে।
এদিকে ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তাররোধে সকাল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল।
এদিকে করোনাভাইরাস মহামারির মধ্যে কোরবানির ঈদের ছুটি বাড়ানো হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবারই জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থাল তিনি তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।
জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কোরবানির ঈদ হবে। ১ অগাস্ট ঈদ হবে ধরে নিয়ে ৩১ জুলাই, ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ৩১ জুলাই হলে ৩০ জুলাইও সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে চার দিন।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। এর আগে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে। আগামী ৩ অগাস্ট পর্যন্ত এভাবেই অফিস চলবে বলে সরকারি সিদ্ধান্ত রয়েছে। সীমিত পরিসরে অফিস চালুর পর গত ১ জুন থেকে গণপরিবহন চলছে। কোরবানির ঈদের আগে গণপরিবহণ চলাচল অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে সরকারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।