1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষার হার বেড়েছে কিন্তু মান বাড়েনি: ড.হাফেজ আহমদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

শিক্ষার হার বেড়েছে কিন্তু মান বাড়েনি: ড.হাফেজ আহমদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১৯৫ বার

চট্টগ্রাম আদালতের একজন সফল আইনজীবী ড.হাফেজ আহমদ। তিনি সমাজে আলোকিত মানুষ হিসেবে পরিচিত। জ্ঞান পিপাসু ড.হাফেজ আহমদ স্কুলজ জীবন থেকে মেধার স্বাক্ষর রেখেছেন। ৫ শ্রেনী ও ৮শ্রেণিত বৃত্তি প্রাপ্ত হয়ে এস.এস.সি.তে বিজ্ঞান বিভাগ থেকে ৫টি বিষয়ে স্টার মার্কসহ ভালো রেজাল্ট করেন। কলেজে পড়া কালীন পিতার মৃত্যুর কারণে পারিবারিক ঝামেলার পতিত হন। সম্মুখিন হন নানান চরাই উতরাৎ। পারিবারিক ঝামেলা কাটিয়ে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স সহ এম.এ ডিগ্রি অর্জন করেন। জীবনের শুরুতে একটি মাল্টি ন্যাশনালের কোম্পানির এডমিন চাকুরি করেন। পরে কলেজে অধ্যাপনা কে পেশা হিসেবে বেচে নেন। শিক্ষক জীবনে তিনটি একাডেমিক বই রচনা করেন। তিনি বাল্যকাল থেকে সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে কবিতা, প্রবন্ধ ইত্যাদি রচনা করেন। জাতীয় পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে তার লিখা প্রকাশিত হয়েছে । বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) নিয়ে মার্স্টাস করছেন।

শ্যামল বাংলাঃ আইন পেশায় কিভাবে এলেন?
হাফেজ আহমদঃ এক পর্যায়ে ভাবলাম ধরাবাঁধা চ্করি করবো না। শিক্ষকতার পাশাপাশি আইন বিষয়ে গ্রেজুশান করেছিলাম ২০০৬ সালে অধ্যাপনা ত্যাগ করে আইন পেশায় প্রবেশ করি। ২০০৯ সালে পোস্ট গ্রেজুয়েট শেষ করেন সর্বোউচ্চ র্জিপিএ নিয়ে। ২০১৯ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করি। এখন পুরোদমে আইন পেশায় আছি।

শ্যামল বাংলাঃ আপনার লেখালেখি ও গবেষণার বিষয় বলুন?
হাফেজ আহমদঃ আমি অনেকটা অন্তমুখি মানুষ। নিরবে নানা বিষয়ে গবেষণা ও পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনার সুনির্দিষ্ট কোন বিষয়ের মধ্যে নেই। পড়েছি নানা বিষয়। হাতের কাছে যা পান তা পড়ি। তবে সাহিত্য ও বায়োগ্রাফি আমার পচন্দের বিষয়। লিখছি মনের আনন্দে,প্রকাশনার প্রতি ঝোঁক নেই। স্কুল জীবন থেকে কবিতা,ছাড়া ও প্রবন্ধ লিখছি।

শ্যামল বাংলাঃ দেশের শিক্ষার হার ও শিক্ষার মান নিয়ে আপনার মন্তব্য কি?

হাফেজ আহমদঃ দেশের শিক্ষার হার বাড়লেও পদ্ধতিগত কারণে এবং ছাত্র ছাত্রীর পড়াশোনা বাহিরের জগতের বিচ্যুতির হওয়ায় শিক্ষার গুনগতমান দিনদিন অবনতি হচ্ছে। এবং জাতি অনেকটা মেধা শূন্যর দিকে ধাবিত হচ্ছে বলে আমি মনে করি।
শ্যামল বাংলাঃ আপনি তো সারা জীবন ছাত্র রয়ে গেলেন?
হাফেজ আহমদঃ শিক্ষার কোন নিদিষ্ট বয়স বা স্থান নেই। ইচ্ছাশক্তিটাই শিক্ষার জন্য সবচেয়ে বড় নেয়ামক। ইচ্ছা থাকলে যে কোন বয়স পড়াশোনা করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম