হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা শহরের নিউমার্কেটে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নামে গেইট উদ্বোধন উপলক্ষে শেরপুর পৌরসভার আয়োজনে ১৯ জুলাই রোববার দুপুরে নিউমার্কেটস্থ হোটেল আলিশানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবলিয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অর্মি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান নতুন। আলোচনা সভা শেষে জেলা শহরের নিউমার্কেটস্থ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নামে গেইট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় শেরপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, জেলা বিএমএর সভাপতি এমএবারেক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ আতিউর রহমান মিতুল, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুরুজ, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শেরপুর জেলা বিএফএ সভাপতি মানিক দত্ত সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।