শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির আলোচিত রাশেদ কামাল হত্যাকাণ্ডের সাইদুল আলম প্রকাশ লেংগা সাহেদ নামে আরো এক আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার ফটিকছড়ি থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ ও এসআই এইচ.এম দেলোয়ার হোসেন লেংগা সাহেদকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় তৈরী ২টি অস্ত্র ও ২টি কার্তুজ তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। পরে তার বসতবাড়ির ছাদে যাওয়ার দরজার পাশ থেকে নিজেই অস্ত্র ও কার্তুজগুলো বের করে দেয়।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এইচ.এম দেলোয়ার হোসেন জানান, এ পর্যন্ত এই মামলায় ৯ জন আসামিকে আটক করা হয়েছে। তন্মধ্যে লেংগা শাহেদসহ ৭জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি অস্ত্র এবং আসামিদের হেফাজতে থাকা ১শ’ ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।