কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারী হলেন উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের রুপপতি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রুবাইয়া নাজনীন।
র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
আটককৃত নারী মাদক পাচারকারী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।