হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ
অনলাইন নিউজ পোর্টাল কলম ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক, ৩ সাংবাদিক, ১ জনপ্রতিনিধিসহ আরো অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সি.আর আমলী আদালত নকলা, শেরপুর এ শেরপুরের নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দ বাদী হয়ে এ মামলা করেন। সি.আর মোকাদ্দমা নং-৩০/২০২০।
মামলার বিবাদীরা হলেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গড়েরগাও এলাকার ফজলুল হকের পুত্র নাসির উদ্দিন (২৮), কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি কুর্শবাদাগৈড় এলাকার মৃত. আজগর সরকারের পুত্র মোশারফ হোসেন সরকার বাবু (৩৮), এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বানেশ্বর্দী এলাকার মৃত. খন্দকার তাফাজ্জল হোসেনের পুত্র খন্দকার জসিম উদ্দিন মিন্টু (৪০), কলম ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো. সজল আহম্মেদ পাপন, পোয়াবাগ এলাকার সিরাজ আলীর পুত্র সুলতান মেম্বার (৪০), ফুলপুর এলাকার আজহারের পুত্র খুরশেদ আলম (২৮)সহ আরো অজ্ঞাত ৭/৮জন।
এ বিষয়ে মামলার বাদী নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দ বলেন, মামলার বিবাদীগন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও মানহানীকর বক্তব্য পেশ করে ব্ল্যক মেইল করে থাকে। তারা পূর্ব পরিকল্পিত ভাবে আমার সাথে পূর্ব শত্রæতার জের ধরে আমার নামে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় অসহায় মানুষের জন্য ১০টাকা কেজি দরে মাসিক ৬০ কেজি চাউল আত্মসাতের মানহানিকর, অশ্লীল বক্তব্য তাহাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশ করে। আমি উক্ত কর্মসূচির কোন কার্যক্রমের সাথে সংযুক্ত নয় এবং সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোন ডিলারও নয়। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য প্রতিহিংসার জেরে এসব করেছে।
তিনি আরো বলেন, ১৮ এপ্রিল সাংবাদিক নাসির উদ্দিন তার ফেইসবুক আইডিতে তার পোস্টের ৪ নাম্বার লাইনে, মোশারফ হোসেন সরকার বাবু ১৮ এপ্রিল তার ফেইসবুক আইডিতে তার পোস্টের ৩ নাম্বার লাইনে, খন্দকার জসিম উদ্দিন মিন্টুর লেখা অনলাইন নিউজ পোর্টাল কলম ২৪ ডট কমে প্রকাশিত খবরের ৮ নাম্বার লাইনে আমার বিরুদ্ধে অশ্লীল, মিথ্যা ও মানহানি বক্তব্য পেশ করেন এবং অনলাইন নিউজ পোর্টাল কলম ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো. সজল আহম্মেদ পাপন যতেস্ট তথ্য প্রমান ছাড়া আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হয়। সুলতান মেম্বার ও খুরশেদ আলমসহ আরো অজ্ঞাত ৭/৮জন ব্যক্তি সাংবাদিকদের আইডিতে লেখা খবরগুলোতে আমার বিরুদ্ধে অশ্লীল, মিথ্যা ও মানহানি বক্তব্য কমেন্ট করে।
বেলায়েত হোসেন আকন্দ আরো বলেন, সাংবাদিকরা সংবাদের বিষয়ে আমার বক্তব্য গ্রহণ করে নি। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। ওই সংবাদের কারণে আমার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানহানিকরসহ হেয় প্রতিপন্ন করেছে। এ কারণে আমি তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছি।
এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন বলেন, মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তের জন্য নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।