মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঝিনাইদহে উৎবেগজনকহারে বৃদ্ধি পেয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এপর্যন্ত এই জেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৭৪৬ জন। ইতোমধ্যে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।
ঝিনাইদহ সিভিল সার্জনের দপ্তর থেকে প্রদত্ত তথ্যের মাধ্যমে জানা যায় এই জেলায় এপর্যন্ত ৩৮৩৬ টি নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে প্রেরণ করা হয়েছে তার মধ্য থেকে ৩৪৬৬ টি নমুনা পরীক্ষার ফলাফল ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ৭৪৬ টি পজেটিভ এবং ২৭২০ টি নেগেটিভ। আক্রান্তদের মধ্য থেকে ১৭৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। এখনও ভর্তি আছে ২১ জন।
এই পর্যন্ত ৭৪৬ জন করোনা রুগির মধ্যে সদর উপজেলায় ৩১৯, শৈলকুপা ৯২, কোর্টচাঁদপুর ৪৭, কালিগঞ্জ ২৩১, মহেশপুর ৩০ এবং হরিণাকুন্ডু উপজেলায় ২৭ জন।