আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২০ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হাফেজ চৌধুরী মার্কেটের একটি রুমে মোজাফফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির (গিয়াসু)।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, রাঙ্গুনিয়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন।
স্বাগত বক্তব্যে দেন গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, মাস্টার নুরুল আবছার,মাস্টার মুসলিম উদ্দিন, সাংবাদিক আকাশ আহমেদ,মমতাজ মিয়া, জাহেদুল ইসলাম প্রমুখ।