মোঃসাইফুল ইসলাম,কুমিল্লাঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাফৈত ইউনিয়নের জামায়াত নেতা ,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, মোহাম্মদ আবু তাহের ছুট্টুকে ধোড়কোরা বাজার থেকে বিকাল ৪ টায় মিথ্যা মামলায় চৌদ্দগ্রাম থানা প্রশাসন গ্রেফতার করেন।
কনকাফৈত ইউনিয়নের সর্বস্তরের মানুষ আবু তাহের ছুট্টুর নিঃশর্ত মুক্তি দাবি করছে।
এবং সকল মিথ্যা প্রহসন মূলক মামলা থেকে অব্যহতি দেয়ার আহবান করছেন।