মাছুম মুনতাছির অনিক:
মুগ্ধতা ছুঁয়ে গেছে আমায়।
ঠোঁটের ফাঁকে সুকৌশলে যে হাঁসিটা হেঁসেছিলে
তুমি হয়তো জানোনা কত দাম এর!
যদি জানতে, তবে কৃপণতা করতে হয়তো।
তুমি দূর থেকে অসম্ভব মায়াবি।
তবে মাঝে মাঝে মনে হয়,
কাছে গিয়ে কিছুটা সময় আবদার করি
হাজারো বানোয়াট গল্পের আসর জমাই।
আবার মনে হয়,যদি কাছে গেলে ঝিনুকের মতো হয়ে উঠো?
একটু স্পর্শে যদি খোলসে আত্মগোপন করো?
এ দ্বিধায় আসা হয়নি কখনো তোমার আঙিনায়।
মাঝে মাঝে ভাবনা জাগে প্রাণে
যৌবনের মহাসঙ্গীতে নিজেকে ভাসিয়ে দিতে মন চায়।
উত্তাল দরিয়াই পালছেড়া নৌকোর যেমন দিগ থাকেনা,
তেমনি দিগহারা হয়ে দিগ্বিদিক ছুটে চলার ভাষণা জাগে।
তবে মূহুর্তেই আবার ঘোর কেটে বাস্তবতা প্রকট হয়।
যৌবনের প্রেম নিবেদন করবো যার চরন পরে,
সে তো অসীমে থাকা এক দুষ্প্রাপ্য আত্মা!
তাকে ছোঁয়া ভীষণ দুষ্কর, কাছে পাওয়া কল্পনাতীত।
তবে তাকে ভালোবাসা যায় দূর থেকে,
ভালোবাসা যায় না পাওয়ার তীব্র সাহস আর সংকল্প নিয়ে।
পূন্যতা পাওয়া যায় তার অসীমের কল্পিত প্রেমের অবগাহনে।