স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার তিস্তা নদীর ভাংগনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে,বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে,ত্রান সহায়তা হিসাবে (১০ কেজি চাল,১ কেজি আলু,১ লিটার তেল,১ কেজি পেঁয়াজ,১ কেজি ডাল ও ১ কেজি লবন) ফুড প্যাকেজ প্রদান করা হয়। উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,রংপুর জেলা শাখার সম্মানিত আমীর জনাব এ,টি,এম আযম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যথাক্রমে জেলা নায়েবে আমীর জনাব অধ্যাক্ষ মুহম্মদ আব্দুল গনি ও জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক গোলাপ রব্বানী সহ স্হানীয় নেতৃবৃন্দ। উপজেলা সেক্রেটারি জনাব নায়েবুজ্জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা আমীর জনাব প্রভাষক মোঃ রায়হান সিরাজী। ত্রান বিতরণ পূর্ব আলোচনায়, প্রধান অতিথি সমাজের সকল স্তরের বিত্তবান ও সচেতন মানুষকে,বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়ে, মহান রাব্বুল আল- আমীনের রহমত,বরকত ও সাহায্য কামনা করেন। উল্লেখ্য যে অত্র উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নেই তিস্তা নদীর তীরবর্তী হওয়ায়,প্রায়শই ভাংগন ও বন্যার কবলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে।