মফস্বল সাংবাদদাতা:-ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত মহামায়া ইউনিয়নে অবস্থিত পূর্ব দেবপুর হাইস্কুল ও প্রাইমারী স্কুল। স্কুলের পূর্ব পাশে অবস্থিত বিজিবি ক্যাম্পসহ বিশাল সোসাইটির হাজার খানেক লোকের শতবছর থেকে উক্ত পথে যাতায়াত এবং জলাধার চালু রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী ও মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীব শাহ চৌধুরী সরেজমিন পরিদর্শন করে অদূর ভবিষ্যতে কালভার্ট ও রাস্তা তৈরীর নির্দেশ দিয়ে গেলেও তার তোয়াক্কা না করেই বেলাল মোল্লা রাতারাতি রাস্তা ও জলাধার এর মাঝখানে বেইজ ঢালাই দিয়ে পাক্কা পিলার নির্মান করে চলেছে।
আজ সকালে এলাকাবাসী সরেজমিন পরিদর্শন করে উক্ত কাজে বাঁধা দিয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বাবুল ধোয়াধারকে পাঠিয়ে রাস্তা ও জলাধার ছেড়ে দিতে নির্দেশ দেন।
উল্লেখ্য সরকারের নির্দেশনা থাকলেও ইউনিয়ন অফিস থেকে ভবন নির্মাণের কোন প্লান না নিয়েই বেলাল মোল্লা তার বাড়ীর স্থাপনা নির্মাণের কাজ শুরু করে আইনের অবজ্ঞা করেছেন।
বাড়ীর মূখে মুরগীর ফার্ম দিয়ে উক্ত বেলাল মোল্লা স্কুলগামী ছেলে-মেয়েদের মধ্যে ভাইরাস ছড়ানোর মত মারাত্মক অপরাধ সৃজন করে যাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাই মাষ্টারের পূর্বপুরুষগণ উক্ত রাস্তা এবং জলাধারের জন্য তাদের জমি এওয়াজ বদল করার সময় যে ৬ হাত জমি রাস্তা এবং জলাধারের জন্য দিয়ে গেছেন কমপক্ষে তা অবমুক্ত করে কালভার্ট ও রাস্তা নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় সংসদ সদস্য শিরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী ও মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীব শাহ চৌধুরীর কাছে এলাকাবাসী আকুল আবেদন জানিয়েছেন।
নাহয় বরাবরই এই রাস্তা এবং জলাধার নিয়ে ঝগড়া থেকে মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে।