মাছুম মুনতাছির অনিক:
অসীমে থেকে যে আহ্বান করে
ভূমি পরে থেকে কেমনে পাই তারে?
আসন পাতিয়া যে’জন খেলায় ধরণী মাঝে
তাঁহার দেখা মিলিবে কোন পথে খুঁজে?
যে হেরার পরে মুহাম্মাদ পায় সত্যের বানী
মন বলে বুকে লও সে পথখানি।
কখনো সায় দেয়, খুঁজো তাঁরে সে পথেরি তরে
যে পথে হেঁটে কৃষ্ণের মুখে ন্যায়ের বাণী ঝরে।
ঘর ছেড়ে সন্নাসী হও বুদ্ধের পথে হাঁটো
প্রাণ বলে তাঁহার সিরাতে জীবনটারে লুটো।
সত্যের অমিয় সুখে তাঁরে চাও যদি
ধারণ করো প্রাণে তবে খৃষ্টের মতি।
অবশেষে স্থির হয় অস্থির মন
কারে খুঁজে মরি এতকাল? এত কাছে যে’জন!
তাঁহার আবাস তো দেখি স্বীয় প্রাণ পরে,
স্বীয় পথে খুঁজিয়া দেখি সে তো আমারি দ্বারে!