এস এম শাহজালাল,লাকসাম প্রতিনিধি:
চলমান করোনাভাইরাস পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে কোরবানির গরু বিক্রি নিয়ে এবার চরম দুশ্চিন্তায় রয়েছেন বৃহত্তর লাকসামের গরু খামারি ও ব্যবসায়িরা। লোকসান পুষিয়ে নিতে সরকারের নিকট প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, করোনা পরিস্থিতিতে কুমিল্লা জেলার সকল উপজেলায় কোরবানির পশুর হাট কমিয়ে আনা হয়েছে। জেলার বৃহত্তর লাকসামে (লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট) হাটের সংখ্যা গতবারের চেয়ে প্রায় অর্ধেক কমানো হয়েছে।
করোনায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এবার নাঙ্গলকোটে ৩২টি, লাকসামে ২১টি ও মনোহরগঞ্জ উপজেলায় ২১টি পশুর হাট বসছে।
একদিকে, কোরবানির পশুর হাট প্রায় অর্ধেকে নেমে আসা অন্যদিকে করোনা ঝুঁকি এবং বৈরি আবহাওয়ার কারণে কোরবানির হাটের ওপর ভরসা করতে পারছেন না খামারিরা। তাই ধার-দেনায় বড় করা গরুগুলোকে সামান্য লাভে কিংবা কিছুটা লোকসানে হলেও বিক্রির চেষ্টা করছেন তারা।
একাধিক খামারির সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
শনিবার বৃহত্তর লাকসামের অন্যতম গরু বাজার লাকসাম, খিলা, সহ কয়েকটি পশুর হাট ও খামার ঘুরে দেখা গেছে, হাট ও খামারে অনেক গরু রয়েছে। কিন্তু তেমন বিক্রি নেই বললেই চলে। সরেজমিনে ঘুরে জানা গেছে, খামারি ও ব্যবসায়িদের কষ্টের কথা।
খামারিরা জানান, প্রতি বছর ১৫/২০দিন আগে থেকে ক্রেতারা খামারে গিয়ে পছন্দের গরু কিনে রাখলেও এবার তেমন ক্রেতা মিলছে না।
বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। অধিকাংশ খামারি চলমান ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট প্রণোদনার দাবি জানিয়েছেন।
করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে কুমিল্লায় অ্যাপস চালু করা হয়েছে। অ্যাপসে পশু সম্পর্কিত সকল ডেটা সংরক্ষণ রয়েছে। জনসাধারণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।