মোঃ সাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে গোয়াল ঘরে গরুর পরিচর্যা করতে যেয়ে গরুর ধাক্কায় আজিজুল সরদার (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি খামারপাড়া গ্রামের মৃত আনসার সরদারে ছেলে। গত ২৫ জুলাই রাত ১০ টার দিকে গোয়ালে রাখা গরুগুলোর পরিচর্যা করতে গিয়ে অসাবধানতা বশতঃ হাতের লাঠি মলদ্বারে ঢুকে মারাত্মক ভাবে আহত হয়। পরিবারের লোকজন প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আজ ২৭ জুলাই সোমবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজিজুল সরদার রাতের খাবার শেষে শখের বশে বিলে মাছ ধরতে যায়। রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে ফিরে এসে গরুর খাবার দিতে যায়। গরুর গোয়ালে যখন গরুগুলোর খাবার দিতে যায় তখন তার হাতে থাকা কঞ্চিরলাঠির যে কোনো কায়দায অসাবধানত বশত গরুর ধাক্কায় মলদ্বারে ঢুকে যায়। তখন সে এ বিষয়টা পরিবারের কাউকে না জানিয়ে নিজে নিজেই লাঠিটি বের করে ফেলে, এবং বাথরুমে যেয়ে পায়খানার ব্যর্থ চেষ্টা করে ঘরে ফিরে এসে স্ত্রীকে বিস্তারিত জানানো কালিন সময়ে অবস্থা আরো অবনতির দিকে গেলে পরিবারের অন্য সবার কাছে বিষয়টা জানায় এমতবস্থায ঐ রাতেই পরিবারের লোকজন প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করেন, সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
২৭ জুলাই বিকাল ৪ টায় খামারপাড়া দক্ষিনপাড়া ঈদগাঁহ ময়দানে জানাযার নামায শেষে খামারপাড়া পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, বিষয়টা জানার পর আমরা নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। যেহেতু মৃত্যুটা অনাকাঙ্খিত সেহেতু এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি। খামারপাড়া শ্রীপুরের অত্যান্ত জনপ্রিয় “রশিক” আজিজুল সর্দারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।