1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনোদন কেন্দ্রগুলোতে হাহাকার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর সরণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা চৌদ্দগ্রামে কুকুরের উপদ্রব বৃদ্ধি: জনজীবনে আতঙ্ক বিরাজ করছে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সন্মেলন মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম সরকারের কাছে ৫ টি দাবী পেশ

বিনোদন কেন্দ্রগুলোতে হাহাকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫০৫ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
করোনায় বন্ধ থাকা দেশের নয়নাভিরাম সব বিনোদন কেন্দ্রে এখন নির্জন ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। হাকডাক কোলাহল নেই। কক্সবাজার, সিলেট, কুয়াকাটা, বান্দরবান, মৌলভীবাজার ও সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো এখন দেখে বুঝার উপায় নেই যে কয়েক মাস আগেও এগুলো সকাল থেকে রাত অবধি মানুষের কোলাহলে মুখরিত থাকত। এর ফলে এ খাত সংশ্লিষ্ট লোকজন ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। সে সাথে স্পটগুলোর মাধ্যমে নানাভাবে জীবিকা নির্বাহকারীদের দুই বেলা খাওয়াটাই দায় হয়ে দাঁড়িয়েছে।
গেল ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেয়া হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে পর্যটন খাতে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় আট লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন। আসেন বিদেশী পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশী। এসবের জন্য দুই-তিন মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করাসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। তাদের মতে, ঈদকেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে ক্ষতি হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। এদিকে করোনার কারণে ব্যাংক ঋণ ও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান।
কক্সবাজার সৈকতের ‘কলাতলী-মেরিনড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, কক্সবাজার পর্যটন এলাকার হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রেস্টুরেন্টসহ সংশ্লিষ্ট সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি সৈকতে নামাও নিষিদ্ধ করা হয়েছে। এতে করে তাদের কোটি কোটি টাকার লোকসান গুণতে হচ্ছে। তিনি জানান, এ অবস্থায় বর্তমানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে। তাদের এখন দুই বেলা খাওয়াটাই দায় হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে কুয়াকাটার পর্যটন এলাকা বন্ধ থাকায় চরম বিপর্যয়ে এখানকার বিনিয়োগকারীরা। অনেকে ব্যবসায় গুটিয়ে নেয়ার চিন্তভাবনা করছেন। কুয়াকাটা হোটেল- মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, পর্যটন এলাকায় অন্তত দেড় শতাধিক হোটেল-মোটেল রয়েছে। এসব হোটেলে অন্তত এক হাজারের মতো কর্মচারী রয়েছে। তাদের পরিবারের ভরণ-পোষণ আমাদের তথা মালিকপক্ষকেই দেখতে হচ্ছে, যা আমাদের পক্ষে খুবই কষ্টকর।
বান্দরবানের দর্শনীয় স্থান মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক, স্বর্ণমন্দির, ন্যাচারাল পার্কের মতো আকর্ষণীয় স্পটগুলোতেও এখন তালা ঝুলছে। ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে রুমায় অবস্থিত নয়নাভিরাম বগালেক, ক্যাওক্রাডং, বিজয় পাহাড় চূড়া, রিজুক ঝরনা, তিনাফ সাইতার ঝরনা, জাদিপাই ঝরনা, থানচির নীলদিগন্ত ইত্যাদি। স্থানীয় রেস্টুরেন্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল আলম জানান, সদরে সমিতির তালিকাভুক্ত ৪৭টি ছোট-বড় রেস্টুরেন্ট রয়েছে। গড়ে রেস্টুরেন্টগুলোর মাসিক ক্ষতি প্রায় তেইশ লাখ টাকা। সিলেটের বিভিন্ন স্পটেরও একই অবস্থা। এখানে গড়ে উঠেছে উন্নতমানের শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। কিন্তু প্রায় ৯০ শতাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট পুরোপুরি বন্ধ। দু-একটা হোটেল-মোটেল খোলা থাকলেও পর্যটক নেই বললেই চলে।
হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিয়াদ ইফতেখার বলেন, পর্যটক সেবায় কক্সবাজারে রয়েছে চার শতাধিক হোটেল-মোটেল ও কটেজ এবং কয়েক শ’ রেস্তোরাঁ। সমুদ্র ভ্রমণ আরামদায়ক করতে কাজ করে শতাধিক ট্যুরিজম। বিনোদনের জন্য রয়েছে নানা পর্যটন স্পট। ভ্রমণের মুহূর্ত ফ্রেমে বন্দী করে রাখতে কাজ করে তিন শতাধিক ক্যামেরাম্যান। রয়েছে শামুক-ঝিনুকের পণ্য বিক্রির হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু সব ব্যবসায় বন্ধ থাকায় বাস, প্লেন, হোটেল, রেস্তোরাঁ, ট্যুর অপারেটর, ফটোগ্রাফার এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে দৈনিক ২৫-৩০ কোটি টাকার লেনদেন বন্ধ রয়েছে।
কক্সবাজার গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, ব্যবসায় বন্ধ থাকলেও মেনটেন্যান্স খরচ গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও টেলিফোন বিলসহ নানা খাতে ক্যাটাগরি অনুসারে প্রতিটি ব্যবসায়ীকে প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম