1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"কঠোর আইনশৃঙ্খলা বাহিনী' বনবিভাগের কঠোর নজরদারি সত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা সুন্দরবনের হরিণ শিকার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

“কঠোর আইনশৃঙ্খলা বাহিনী’ বনবিভাগের কঠোর নজরদারি সত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা সুন্দরবনের হরিণ শিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৫৭ বার

নইন আবু নাঈমঃ
বন্য প্রাণী শিকার আইনত দন্ডনীয় হলেও সেই আইন অমান্য করে করোনা পরিস্থিতির সুযোগে বনের অভ্যন্তরে প্রবেশ করে হরিণ শিকার করছে একটি চক্র। সুন্দরবনের বিভিন্ন প্রাণীদের মধ্যে মায়াবী চিত্রা হরিণ অন্যতম ও আকর্ষণীয়। বিগত কয়েক বছরে বনবিভাগের নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটা কমে গেলেও বর্তমান করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় এ সুযোগটাকে ব্যবহার করে বনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র। জেলেদের ছদ্মবেশে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় ঢুকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনসংলগ্ন কয়েকজন গ্রামবাসী জানায়, আগে একসময় সুন্দরবনে অবাধে হরিণ শিকার চলত। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী দলের তৎপরতায় হরিণ শিকার অনেক কমে আসছিল। কিন্তু করোনা পরিস্তিতিতে লকডাউনের সুযোগে কয়েক মাস ধরে চোরা শিকারীদের তৎপরতা বেড়েছে। সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস এনে লোকালয়ে কেজি দরে বিক্রি করে।

সুন্দরবন পূর্ব বিভাগের তথ্য মতে, এক বছরে তাদের আওতাধীন এলাকা থেকে ২৩ জন হরিণ শিকারিকে আটক করা হয়। পলাতক রয়েছে ৫৬ জন। এ সময় ১২৯ কেজি হরিণের মাংস, একটি মাথা, দুটি চামড়া, ১৫টি নৌকা, ছয়টি ট্রলার, সাড়ে ৯ হাজার ফুট ফাঁদ, দুই বস্তা নাইলনের রশি, তিন হাজার ফুট জাল এবং ২২টি জীবিত হরিণ উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ১মে পূর্ব সুন্দরবনের ডিমের চরে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটকসহ হরিন শিকারের কাজে ব্যবহৃত ১৫শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়। গত ৪ মে সুন্দরবন পূর্ব বিভাগে টিয়ার চর এলাকায় শিকারীদের ফাঁদে আটকা পড়া ২২টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ওই সময় শতাধিক কেজি হরিণের মাংস ও ১হাজার ৯শ ৫০ফুট বিভিন্ন ধরনের ফাঁদ জব্দ করা হয়। গত ২৩ ও ২৪ এপ্রিল পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা থেকে সুন্দরবনে দুটি বার্কিং হরিণ উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮ মে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে আরো একটি বার্কিং হরিণ উদ্ধার করা হয়। পরে ওই হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গত ১৮ জুন সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় হরিনের মাথাসহ ১০কেজি মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, হরিণ সহ বন্যপ্রানী শিকারের সঙ্গে জড়িত যেসব লোকদের আটক করা হয়েছে তাদের বাড়ি বাগেরহাটের রামপাল, শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ, খুলনার দাকোপ, পিরোজপুরের পাথরঘাটা এবং মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি আরো জানান, বর্তমানে সুন্দরবনের অভ্যন্তরে অপরাধ প্রবনতা কমানোর লক্ষ্যে ইতিমধ্যে বন বিভাগের টহল বাড়ানো হয়েছে। শিকারিরা সুন্দরবনে যাতে অবাধে প্রবেশ করতে না পারে এ জন্য বন বিভাগ কঠোরভাবে দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম