মহান রবের করুণা কুরবানি,
মুসলিম জাহানের ঈদ জানি
ত্যাগের মহিমার ঝলকানি;
পঙ্কিলতামুক্ত জীবন খানি।
কুরবানি সেতো ত্যাগ জানি
ব্যর্থ হবে যদি হয় প্রদর্শনী,
অহমিকা আর অহঙ্কারী;
দূরীভূত নাই করতে পারি!
লৌকিকতা নয় কুরবানি
তা কি আমরা সবাই মানি?
কত টাকা, কয়জন,কয় মন
মুখে মুখে সদা শুধু শুনি।
নিজের পশুত্বটা কেবলই;
সদা অন্তরে যাই বুনি!
গৃহপশুর করে জীবনহানি
রবের সাথে কেন নাফরমানি।