বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
মুজিববর্ষের আহ্বান, তিনটা করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে ধারন করে কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (৩১ জুলাই) হাটহাজারীর ফতেপুর রুদ্রপল্লী স্কুল মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচী পালন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নির্দেশনায় ও উত্তর জেলা ছাত্রলীগ নেতা শিপন রুদ্র ও মোহাম্মদ বেলাল হোসেন এর তত্বাবধানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শিপন রুদ্র বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর বাস্তবায়নে উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর দিক নির্দেশনায় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার স্বার্থে আমাদের এ কর্মসূচী। আগামীতেও আমরা এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখবো।