মাগুরায় শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদসহ একই থানার এসআই মাসুদ মোল্লা এবং এএসআই আনিসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, শনিবার প্রাপ্ত ফলাফলে মোট ২০ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে শ্রীপুর থানার ওসি এবং দুইজন দারোগা রয়েছেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার জানান, ওসি মো আলী আহমেদ মাসুদ থানার নিজ কোয়ার্টারে, এসআই মাসুদ মোল্লা থানা ব্যারাকে এবং এসএসআই আনিসুর রহমান নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে ৩ জনই সুস্থ আছেন।
১ আগষ্ট ২০২০ শনিবার মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত আপডেট তথ্য নিম্নে তুলে ধরা হলো
গতকাল নমুনা পাঠানো হয়েছে –২৫ জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –২৮২৮জনের।
আজ ১ আগষ্ট প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৪৩জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা=২৫৯৬জনের।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -২০জনের।
এর মধ্যে,
মাগুরা পৌরসভার ৭ জনের।
মাগুরা সদরে ১ জনের।
শালিখা উপজেলায় ৩ জনের।
শ্রীপুরে উপজেলায় ৩ জনের।
মহম্মদপুর উপজেলায় ৬ জনের।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৪৫৯জনের।
আজ নতুন সুস্থ-১১জন।
অদ্যাবধি মোট সুস্থ -৩১৬জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১১৬জন।
হাসপাতালে ভর্তি–৫ জন।
রেফার -১২জন।
অদ্যাবধি মৃত-১০জন।
গত ২৪ ঘন্টায় মৃত-১জন, মাগুরা পৌর সভার বাটিকা ডাঙায়।