মোঃ সাইফুল্লাহঃ আজ ৪ জুলাই ২০২০ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের মৃত দলিলউদ্দিন মুন্সির পুত্র দিনমুজুর টুকু মুন্সির বসত বাড়ির রান্না ঘরের চুলার আগুনে পুড়ে গেছে ছাই হয়ে তার রান্নাঘর, গোয়ালঘর, ও থাকার ঘর সহ মোট ৪ টি ঘর।
আগুনে ক্ষতিগ্রস্ত টুকু মুন্সি জানান, রাত ৯ টার সময় রাতের খাবার শেষ করে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত সাড়ে ১২ টার দিকে প্রচন্ড আগুনের তাপ টের পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তারপরই টের পাই আমার রান্না ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখা প্রচন্ড ভয়াবহ হওয়ায় দ্রুতই আমার রান্না ঘর থেকে থাকার ঘর ও গোয়ালঘরে পৌছে যায়। আমাদের চিৎকারে গ্রাম বাসী ছুটে এসে আমাদের সাথে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিভানোর আগেই আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ১ টি বসতঘর, ২ টি রান্নাঘর, ১ টি গোয়ালঘর, ১০ টি ছাগল ও ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে । এখন আমার জীবন চালানোর জন্য কোন কিছুই নাই। আমার একটা মেয়ে জান্নাতুল মাওয়া এর এসএসসি পরিক্ষার সদন পত্র ও সমস্ত উপকরণাদি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার সামনে শুধু ঘোর অন্ধকার দেখছি।
মোঃ আক্কাছ আলী, স্টেশন কর্মকর্তা,মাগুরার শ্রীপুরের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আক্কাস আলী জানান- রাত ১২টা.৪৫মিনিটের সময় আমরা একটি মুঠোফোনের মাধ্যমে আগুন লাগার ঘটনাটি জানতে পারি। আমরা তাৎক্ষনিকভাবে আমাদের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনের সুত্রপাত রান্নার চুলা থেকে ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার এস আই শ্যামা প্রসাদ জানান,ভুক্তভোগীর নিজ রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। ঘটনাটি গভীর রাতে ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি খুবই দুঃখজনক একটি ঘটনা