মোঃ সাইফুল্লাহঃ মাগুরায় আজও নতুন করে ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ৫ আগষ্ট২০২০ বুধবার মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো তথ্য নিম্নে প্রদত্ত হলোঃ- গতকাল নমুনা পাঠানো হয়েছিলো -৪৪ জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –২৯৩৩ জনের।
আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৬১জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা=২৬৮২ জনের।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -২৬ জনের।
এর মধ্যে,
মাগুরা পৌরসভায় -১৮জনের।
মাগুরা সদর উপজেলায ১ জনের।
শালিখা উপজেলায় ৪জনের।
শ্রীপুর উপজেলায় ৩জনের।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৪৯৩জনের।
আজ নতুন করে সুস্থ হয়েছে -১০জন।
অদ্যাবধি মোট সুস্থ হয়েছে -৩৬০ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১০৮জন।
হাসপাতালে ভর্তি আছে ৪জন।
রেফার -১১জন।
অদ্যাবধি মৃত-১০জন।