মোঃসাইফুল্লাহঃ মাগুরা জেলায় আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সর্বোচ্চ ৩১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য নিম্নে প্রদত্ত হলোঃ-
গতকাল নমুনা পাঠানো হয়েছিলো –৪৯জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –২৯৮২জনের।
আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৪৪জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা=২৭২৬জনের।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -৩১জনের।
এর মধ্যে,
মহম্মদপুর উপজেলায় -২১জন।
মাগুরা পৌরসভায় -১জন।
শালিখা উপজেলায় -৫জন।
শ্রীপুর উপজেলায় -২জন।
মাগুরা পৌরসভায় ১ জন।
রাজবাড়ীর বালিয়াকান্দির-১জন।
ফরিদপুরের কামারখালির -১জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৫২৪ জন।
আজ নতুন সুস্থ হয়েছে -১২ জন।
অদ্যাবধি মোট সুস্থ হয়েছে -৩৭২ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১২৬ জন।
হাসপাতালে ভর্তি–২ জন।
রেফার -১৪ জন।
অদ্যাবধি মৃত-১০ জন।