মো: শাহাদাত হোসেনঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি জাতীয়তা বাদী বিএনপির নেতা অাবু সায়েম আজাদ এর বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ কয়েক বার অভিযান চালায় তাকে আটক করার জন্য ।মহামারি করোনা ভাইরাস (কোভিট ১৯) যখন সারা বিশ্বের মানুষকে আক্রান্ত ও মৃত্যুর পথ যাত্রী করে নিয়েছে। তখন একটু স্বস্তির জন্য নিজ গ্রাম মাধবপুর আসেন পরিবারের সদস্যদের সাথে দেখা করতে।এতে পুলিশ কয়েক বার তাকে আটক করতে ব্যর্থ হয়।
আবু সায়েম আজাদ বলেন-
দীর্ঘ দিন পর গ্রামের বাড়ি নাঙ্গলকোটের মাধবপুর এসেছি।যদিও সারা বিশ্বের মানুষ করোনা প্রতিরোধ নিয়ে সময় কাটাচ্ছেন।
এবার কোরবানির ঈদে পরিবার ও পরিজন নিয়ে একটু সময় দিব। কিন্ত পুলিশের হয়রানি কারনে বাড়ীতে থাকতে পারছিনা।
গত বৃহস্পতিবার সারা রাত ধরে ২০১৮/১৯ এর গায়বি মামলায় পুলিশ তার বাড়িতে তান্ডব চালিয়েছেন বলে তিনি দাবী করছেন। বিল্ডিং ঘরের ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে ৮৫ বছরের বৃদ্ধা মা,কোমলমতি শিশুদের ঘুম ভাঙ্গিয়ে ভয় দেখায় ।
এমন একটি মির্থ্যা মামলায় যেন তাকে পুলিশ হয়রানি না করে এজন্য পুলিশের উধর্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন।