মোটর সাইকেল দ্বিচক্রযান হিসেবে দেশে খুবই জনপ্রিয় কারণ এতে দ্রুত ও সহজে যাতায়াত করা যায়। কিন্তু নির্মম সত্য প্রতিবছর কয়েক হাজার মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায় এবং অনেক মানুষ আহত হয়।
বিশেষ করে বিভিন্ন উৎসবের আগে ও পরে অনেকেই এর শিকার হন।তবে দেশে প্রতিনিয়ত বাইক দুর্ঘটনা দেখা যাচ্ছে হরহামেশাই দেশের প্রতিটি অঞ্চলে। এইতো কিছু দিন আগেই বাংলাদেশ পুলিশের এক নবীন সদস্য চট্টগ্রামে মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায়। যার ফলে এই পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে দেশে যার বেশির ভাগই যুবক। এই যুব শ্রেণি আগামী বাংলার ভবিষ্যৎ আর তাদের অকাল প্রয়াণ পরিবার, সমাজ ও দেশের জন্য বিরাট ক্ষতি।দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণ হিসেবে প্রধানত দেখা যায় হেলমেট মাথায় না দেয়া, অধিক গতি, প্রশিক্ষণ না থাকা,ড্রাইভিং লাইসেন্স না থাকা,আইন না মানা,রাস্তায় অপরকে দেখানোর প্রতিযোগিতা এবং নেশাগ্রস্থ হয়ে গাড়ি চালানো ইত্যাদি। তবে অনেক বিশেষজ্ঞ বলেন,”অতি গতি ও প্রতিযোগিতা মৃত্যুর কারন প্রধানত। ” সামান্য আবেগের তাড়নায় ও বয়সের কারণে দেশের সম্পদ এই নাগরিকগণকে অকালে বিদায় নিতে হচ্ছে।সামগ্রিক দিক থেকে দেখা যায় বেপরোয়া হয়ে যাচ্ছে কিছু উঠতি বয়সের ছেলেরা, যারা নিজের জীবনের মূল্যই হয়তো অনুধাবন করতে পারছে না।তবে তাদের বুঝতে হবে যে, জীবনটা অনেক দামি,অনেক কিছুই দেয়ার আছে, অনেক ভাল কাজ করার সুযোগ আছে। পরিবার,সমাজ ও দেশের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ। তাই সামান্য অবহেলা,ক্ষুদ্র আবেগ ও অতি সামান্য আনন্দের জন্য বেশি গতিতে মোটরসাইকেল চালানো ঠিক নয়।মনে রাখতেই হবে Speed Kills(গতি মৃত্যু ঘটায়)। এক্ষেত্রে বলা যায় আমাদের এই বিষয়টি নিয়ে সামাজিকভাবে সচেতন হতে হবে,দায়িত্ব নিতে হবে পরিবারকে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়টি নিয়ে সচেতন করার ভুমিকা রাখতে হবে শিক্ষকদের।
আইনশৃঙ্খলা বাহিনী বিশেষত বাংলাদেশ পুলিশ সমসময় আইন প্রয়োগ ও সচেতন করে আসছে। তাছাড়া ভ্রাম্যমাণ আদালত ব্যাপক কার্যকরী ভুমিকা রেখে যাচ্ছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সংগঠন “নিরাপদ সড়ক চাই” সহ অনেক প্রতিষ্ঠান কাজ করে আসছে দুর্ঘটনা রোধের জন্য।এর পরেও অনেকেই আইনকে ফাঁকি দিতে আইনের ব্যত্যয় ঘটিয়ে বাইক চালাচ্ছে!
সবাই যদি নিজের জীবনের মূল্যই না বোঝে তবে সামাজিক আন্দোলন, সরকারের প্রচেষ্টা ব্যর্থ হবে।তাই জীবনকে ভালবাসতে হবে,জীবনে উপভোগ করতে হবে জীবনকে নিরাপদ রেখে।
লেখক,
আহমেদ রেজা,
উপ-পরিদর্শক,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।