মঈন উদ্দীন: টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহে রাজশাহীতে বোরোর বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে এরই মধ্যে বীজতলার চারা লালবর্ণ ধারণ করেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, এখন পর্যন্ত ঘন কুয়াশায় ও শৈত্যপ্রবাহে রাজশাহীর কৃষির কোনো ক্ষতি হয়নি। তবে এ অবস্থা চলতে থাকলে বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, এবার বোরো মৌসুমে রাজশাহীতে বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৬৩ হেক্টর জমিতে। বীজতলায় চারাগাছ রোপন করা হয়েছে ২ হাজার ৩৫৩ হেক্টর জমিতে। খোঁজ নিয়ে দেখা গেছে, তানোরে রবি মৌসুমের বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বীজতলার চারা লালবর্ণ ধারণ করতে শুরু করায় ক্ষতির আশঙ্কা করছেন তারা। তারপরও এই প্রতিকূল অবস্থার মধ্যেও বীজতলা রক্ষা এবং বোরো আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক।
রাজশাহীর কৃষকদের দেখাগেছে, ভোরবেলা কনকনে ঠাণ্ডার মধ্যে কৃষকরা বীজতলায় সেচ দিচ্ছেন, চারার মাথায় রাতে জমানো শিশির ফেলে ছাই ছিটাচ্ছেন। সরেজমিন দেখা গেছে, মোহনপুর উপজেলার সর্বত্রই বোরো ধান চাষের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রায় স্থানেই বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কোথাও জমি চাষ দিয়ে বীজতলা তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে। কৃষি বিভাগের ধারণা কুয়াশাছন্ন আবহাওয়ার কারণে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা কম। তবে বীজতলা ঢেকে দেয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল হক জানান, এখন পর্যন্ত রাজশাহীতে এই আবহাওয়ায় ফসলের কোনো ক্ষতি হয়নি। তবে এই আবহাওয়া চলমান থাকলে বোরো ধানের বীজতলা ও আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষত্রে আমরা কৃষকদের বীজতলার ক্ষেত্রে বিকেলে বীজতলায় পানি দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে আর ঘন কুয়াশা থাকলে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।