পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত এবং পরে বিতর্কিত একটি হত্যা মামলায় ফাঁসি দেয়া হয়। ভুট্টোর ফাঁসি গণতন্ত্রের ইতিহাসে একটি কলঙ্ক। ১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। কারাগারের নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রাফিউদ্দিন তার অভিজ্ঞতা নিয়ে ‘ভুট্টো কি আখেরি ৩২৩ দিন’ শিরোনামে একটি স্মৃতিকথা লিখেছেন। এই স্মতিকথায় ভুট্টোকে ফাঁসি দেয়ার রাতের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয়েছে।
এ স্মৃতিকথার উদ্ধৃতি দিয়ে ডনের অনলাইন রিপোর্টে বলা হয়, পাকিস্তানের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সমাপ্তি রচনায় ৩ এপ্রিল সন্ধ্যায় চারজনের একটি টিম রাওয়ালপিন্ডি কারাগারে প্রবেশ করেন। জেল সুপার ইয়ার মোহাম্মাদ, ম্যাজিস্ট্রেট বশীর আহমদ খান, কারাগারের ডাক্তার সগীর হোসেন শাহ এবং নিরাপত্তা ব্যাটালিয়ন কমান্ডার ও নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রাফিউদ্দিন নির্দেশ পালনে কারাগারে প্রবেশ করেন। লেফটেন্যান্ট কর্নেল রাফিউদ্দিনের লেখা ‘ভুট্টো কি আখেরি ৩২৩ দিন’ শিরোনামে বইয়ের বিবরণ অনুযায়ী জেল সুপার সন্ধ্যা সাড়ে ৬টায় একজন সাক্ষীসহ কনডেম সেলে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে দেখা করতে যান। তিনি ভুট্টোকে মেঝেতে শুয়ে থাকতে দেখতে পান। জেল সুপার ভুট্টোর নাম ধরে ডেকে তার মনোযোগ আকর্ষণ করেন এবং তাকে ফাঁসির নির্দেশ পাঠ করে শোনান। তিনি পাঠ করেন, ‘১৯৭৮ সালের ১৮ মার্চ লাহোর হাইকোর্টের রায় অনুযায়ী জনাব জুলফিকার আলী ভুট্টো আপনাকে নবাব মোহাম্মদ আহমদ খানকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলানো হবে। ১৯৭৯ সালের ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপনার আপিল খারিজ করে দিয়েছে এবং ১৯৭৯ সালের ২৪ মার্চ আপনার রিভিউ পিটিশন বাতিল করে দেয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট এ ব্যাপারে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছেন। অতএব আপনাকে ফাঁসিতে ঝুলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কয়েক মাসব্যাপী আইনি লড়াইয়ের পর জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদ- কার্যকর করা হয়। কর্নেল রাফিউদ্দিন জেল সুপারের পাশে দাঁড়ানো ছিলেন। তিনি বলেন, ‘জেল সুপার ফাঁসি কার্যকরের রায় পাঠ করে শোনানোর সময় আমি ভুট্টোর মুখে কোনো ভীতির চিহ্ন দেখিনি। বরং আমি তাকে শান্ত ও নিরুদ্বিগ্ন দেখেছিলাম। তার মুখে হাসির রেখা ফুটে ওঠে।’ জেল সুপারের বক্তব্য শোনার পর ভুট্টো বলেন, ২৪ ঘণ্টা আগে তাকে মৃত্যুদ-ের নির্দেশ অবহিত করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। তিনি বলেন, তারা কন্যা বেনজীর ও স্ত্রী
নুসরাত তার সঙ্গে সকাল সাড়ে ১১টায় দেখা করেছেন। তারাও জানতেন না কখন তাকে ফাঁসি দেয়া হবে। ভুট্টোকে জানানো হয় যে, জেলারের কাছে মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ সংরক্ষিত ছিল। ইতস্তত না করে জেল সুপার ভুট্টোকে বলেন, কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যুদ- কার্যকর করা হবে। তাই তিনি কোনো উইল লিখতে চান কিনা। ভুট্টো মাথা নাড়েন এবং লেখার জন্য উপকরণ চান। তিনি জেলারকে কালো ওয়ারেন্ট দেখাতে বলেন। জেলার জবাব দেন যে, আইন অনুযায়ী তা করা সম্ভব নয়। রাত ৮টায় ভুট্টো এক কাপ কফি পান করেন। তিনি কারাগারের খাদেম আবদুর রহমানকে ডেকে পাঠান এবং তিনি আবদুর রহমানের কাছে ক্ষমা চান। রাত ১০টায় তিনি শেভ করার জন্য আবদুর রহমানকে কিছু গরম পানি আনতে বলেন। তারপর ভুট্টো কর্নেল রাফিউদ্দিনের দিকে ফিরে তাকান। বললেন, ‘রাফি কি নাটক হতে যাচ্ছে?’ তার প্রশ্নের কোনো জবাব দেয়া হয়নি। তারপর ভুট্টো দাঁত মাজেন। কিছুক্ষণ বিছানায় বসে থাকেন। কিছু লেখার চেষ্টা করেন। তিনি প্রহরীর কাছে জানতে চান কখন তাকে ফাঁসি দেয়া হবে। তাকে সময় জানিয়ে দেয়া হয়। তিনি যেসব কাগজে কিছু লেখার চেষ্টা করছিলেন সেগুলো পুড়িয়ে ফেলেন। রাত সোয়া ১১টায় তিনি তার খাদেমকে বলেন, তিনি কিছুটা ঘুমাতে চান। বিগত রাতে তার ভালো ঘুম হয়নি। কিন্তু তাকে মধ্যরাত পর্যন্ত জেগে থাকতে বলা হয়। শিগগির সহকারী জেল সুপার এবং অন্যান্য কর্মচারি সেলে প্রবেশ করেন। তারা বাইরে থেকে ভুট্টোকে জাগানোর চেষ্টা করেন। কোনো জবাব না পেয়ে তারা ভেতরে প্রবেশ করেন এবং তাকে জাগিয়ে রাখার চেষ্টা করেন। তারা ভুট্টোর চোখ খোলা দেখতে পান। ভুট্টো ডাক্তারের জিজ্ঞাসার কোনো জবাব দেননি। কর্নেল রাফিউদ্দিনের নির্দেশে তৃতীয়বার ভুট্টোর মেডিকেল চেক-আপ করা হয়। ডাক্তার বলেন, তিনি ভালো আছেন। রাত ১টা ৩৫ মিনিটে একদল অফিসার তার সেলে প্রবেশ করেন এবং তারা ভুট্টোকে তোষকে বিশ্রাম নিতে দেখেন। ম্যাজিস্ট্রেট বশীর আহমদ খান জানতে চান তিনি উইল লিখেছেন কিনা। নি¤œস্বরে ভুট্টো বলেন, তিনি কিছু লেখার চেষ্টা করেছিলেন। কিন্তু চিন্তা বিক্ষিপ্ত থাকায় লিখতে পারেননি। যা লেখেছিলেন পুড়িয়ে ফেলেছেন। তার কাছে জানতে চাওয়া হয় তিনি নিজে হেঁটে ফাঁসির মঞ্চে যেতে পারবেন নাকি তাকে নিয়ে যেতে হবে। ভুট্টো কোনো জবাব দেননি। কয়েক সেকেন্ড পর জেল সুপার তার লোকদের তলব করেন এবং এসব লোক ভুট্টোকে একটি স্ট্রেচারে উঠিয়ে দেয়। ভুট্টো স্ট্রেচারে নিশ্চল পড়ে থাকেন। তাকে হাতকড়া পরানো হয়। তারা ফাঁসির মঞ্চে পৌঁছলে দুজন প্রহরী ভুট্টোকে পাটাতনে নিয়ে যায়। হাতকড়া পরীক্ষা করা হয় এবং হাত পেছনে নিয়ে পুনরায় বাঁধা হয়। পিন পতন নিস্তদ্ধতা বিরাজ করছিল। জল্লাদ তারা মাসিহ আগে থেকে সেখানে অপেক্ষা করছিল এবং সে হুকুম তামিল করার জন্য প্রস্তুত ছিল। জল্লাদ তারা মাসিহ ভুট্টোর মুখে একটি মুখোশ পরিয়ে দেয়। রাত ২টা বেজে চার মিনিট অতিক্রান্ত হওয়া মাত্র জল্লাদ তারা মাসিহ ভুট্টোর কানে কানে ফিস ফিস করে কি যেন বলে দেয়। তারপর সে লিভার টান দেয়। ভুট্টোর দেহ পাঁচ ফুট নিচে পড়ে যায়। সেখানে তার দেহ আধা ঘণ্টা রাখা হয়। একজন ডাক্তার পরীক্ষা করেন এবং তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর জল্লাদ তারা মাসিহ ভুট্টোর লাশ নামিয়ে আনে এবং তার হাত পা মালিশ করে দেয়। জল্লাদ তার হাত পা সোজা রাখতে চেয়েছিল। আধা ঘন্টা পর ডাক্তার জেল সুপারের কাছে ডেথ সার্টিফিকেট হস্তান্তর করেন। কারা কর্তৃপক্ষের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। তারা তার লাশের গোসল দেয়। ভুট্টোর লাশ একটি কফিনে রাখা হয় এবং চাকলালা বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া।