বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
দেশের আট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মোট এক হাজার ৫৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগে ৫৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭, রংপুর বিভাগে ৮৭, খুলনা বিভাগে ২১৮, বরিশাল বিভাগে ১০৯, রাজশাহী বিভাগে ২৩৫, সিলেট বিভাগে ৯৮ এবং ময়মনসিংহ বিভাগের ৩০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৮৭হাজার ৯৮৮টি। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। এ পর্যন্ত করোনায় মোট ৩ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।