মোঃ জাহিদ, হোসেন লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ছোট্র একটি নদী সিংগিমারী। গতরাতের বৃষ্টিতে নদীর অবস্থা থৈথৈ। নদীতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে গর্তগুলোর চিত্র বেশ ভয়ঙ্কর রুপ ধারণ করেছে।
বুধবার সকাল আনুমানিক সকাল ১০টায় ঘটনাস্থল থেকে ২শ গজ দুরে সবুজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় স্থানীয় কয়েক শত মানুষের উপস্থিতি ঘটে।
গত মঙ্গলবার দুপুরে মোজাম্মেল হকের ছেলে সবুজ(৩৩) সাঁতার কেটে নদী পার হওয়ার সময় ঘটে মর্মান্তিক ঘটনা। মাঝ নদীতে সবুজ স্রোতের টানে নিমিষেই ডুবে যায়। এ সময় তার ডুবে যাওয়ার দৃশ্য দু’জন জেলের চোখে পরে।
এরপর শুরু হয় তল্লাসী। কেউ আর খুঁজে পায় না।লোক মুখে ছড়িয়ে পরলে নদীর পাড়ে জরো হয় শত শত উৎসুক জনতা। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল বহু চেষ্টা করে নিঁখোজ সবুজকে খুজে পায়।
সবুজের বাড়িতে স্ত্রীও তার দু’সন্তান বারবার জ্ঞান হারায়।
ছোট্ট একটা নদী কিন্তু বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় কোথাও কোথাও গভীরতা দেখা দেয়।স্রোতের টানে গভীর গর্তের সৃষ্টি হয় বলে ডুবুরিদল জানায়।