1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট সদর ওসি'র বিরুদ্ধে সাড়ে ৯ লাখ টাকা ডকুমেন্টের স্ট্যাম্প গায়েবের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম

লালমনিরহাট সদর ওসি’র বিরুদ্ধে সাড়ে ৯ লাখ টাকা ডকুমেন্টের স্ট্যাম্প গায়েবের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৯৪ বার

স্টাফ রিপোটার লালমনিরহাট:
করোনার ভয়ে হাত স্যানিটাইজ করে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল হওয়া লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মেয়েকে ভয় দেখিয়ে সাড়ে ৯ লাখ টাকার ডকুমেন্টের স্ট্যাম্প গায়েব করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(১৩ আগস্ট) বিকেলে স্ট্যাম্পটি উদ্ধারের জন্য লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহানাজ বেগম নামে এক ভুক্তভোগি।

ভুক্তভোগি শাহানাজ বেগম লালমনিরহাট শহরের বিডিআরগেট খোচাবাড়ি এলাকার নবীয়ার হোসেনের স্ত্রী এবং বীরমুক্তিযোদ্ধা সাজাহান আলীর(সনদ নং ১৮৩০১৬) মেয়ে। তিনি লালমনিরহাট রেলওয়ের ট্রাফিক বিভাগের রানিং বেয়ারা পদের কর্মচারী।

এর আগে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম নিজ কার্যালয়ে বসে হাত স্যানিটাইজ করে ঘুষ গ্রহনের একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে গত সোমবার(১০ আগস্ট) ‘হাত স্যানিটাইজ করে ঘুষ নেন লালমনিরহাটের ওসি মাহফুজ’ শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে ভিডিও সহ সংবাদটি ফলাও করে প্রচারিত হয়। ফলে ওসি’র বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগিরা। এমনই একজন ভুক্তভোগি মুক্তিযোদ্ধার মেয়ে শাহানাজ বেগম বিচার চেয়ে পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, রেলওয়েতে চাকুরীর সুবাদে শাহানাজ বেগমের সাথে পরিচয় হয় বাংলাদেশ রেলওয়ের বাহাদুরাবাদ ঘাটের লস্কার তৈয়াবুর রহমান টিপুর। এরই সুবাদে তৈয়াবুর রহমান টিপু শাহানাজের ছেলে সোহানুর রহমান মিমকে বাংলাদেশ রেলওয়েতে চাকুরী নিয়ে দেয়ার কথা বলে কয়েক দফায় ৯লাখ ৫৫ হাজার টাকা গ্রহন করেন। টাকার প্রমান স্বরুপ গত ২০১৫ সালের ১০ মে তারিখে নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করেন তৈয়াবুর রহমান টিপু। দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকুরী দিতে ব্যার্থ হলে সমুলে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন তৈয়াবুর রহমান। সেই টাকা আজ কাল বলে কালবিলম্ব করায় স্ট্যাম্পমুলে মামলার প্রস্তুতি নেন মুক্তিযোদ্ধার মেয়ে শাহানাজ বেগম।

বিষয়টি বুঝতে পেয়ে চাকুরীদাতা তৈয়াবুর রহমান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ও সঙ্গীয় পুলিশ নিয়ে গত ২০১৮ সালের ৯ অক্টোবর রাত ৩টার দিকে শাহানাজের বাড়িতে আসেন। এসময় আপোষ মিমাংসার কথা বলে সাড়ে ৯ লাখ টাকা প্রমানের চুক্তিনামার স্ট্যাম্পটি খোদ ওসি মাহফুজ আলম হাতিয়ে নেন এবং তার স্বামী ও ছেলেকে থানায় নিয়ে আসেন বলে ভুক্তভোগি শাহানাজের অভিযোগ। পরদিন শাহানাজের স্বামী ও ছেলেকে মামলায় জেলে পাঠানোর হুমকী দিয়ে আপোষ মিমাংসার কাগজে একটি এবং সাদা কাগজে একটি স্বাক্ষর নেন ওসি মাহফুজ আলম। এ বিষয়টি অন্য কাউকে জানালে পুনরায় স্বামী ও ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠানোর হুমকী দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগি শাহানাজ বেগম।

ওসি মাহফুজ আলমের হাতে থাকা সাড়ে ৯ লাখ টাকার চুক্তিপত্রের স্ট্যাম্প উদ্ধারপুর্বক চাকুরীদাতা প্রতারক তৈয়াবুর রহমানের কাছে পাওনা টাকা উদ্ধার করতে বৃহস্পতিবার(১৩ আগস্ট) বিকেলে লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন শাহানাজ বেগম।
শাহানাজ বেগম বলেন, এক সঙ্গে চাকুরীর সুবাধে পরিচয় হলে তৈয়াবুর আমার ছেলেকে চাকুরী নিতে দিতে নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ৯ লাখ ৫৫ হাজার টাকা নেন। তৈয়াবুরের মোটা অংকের টাকার জোড়ে ওসি মাহফুজ আমার বাড়িতে এসে ডয়ার ভেঙ্গে স্ট্যাম্পগুলোসহ ছেলে ও স্বামীকে ধরে নিয়ে যান। টাকা ছাড়াই আপোষের কাগজে স্বাক্ষর করে ছেলে ও স্বামীকে ছাড়িয়ে আনি। তাদেরকে ছাড়তেও ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। স্ট্যাম্প না থাকায় সর্বস্যবিক্রি করা সাড়ে ৯ লাখ টাকাও উদ্ধার করতে পারছি না। দীর্ঘ দিন পরে হলেও বর্তমান এসপি ভাল মানুষ তাই তার কাছে বিচার চেয়েছি।

লালমনিরহাট পুলিশ সুপার(এসপি) আবিদা সুলতানা বলেন, অভিযোগ তো আজকেই দিয়েছেন। আমার হাতে পৌছুক। তারপরে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম