আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সারে ১০ টার দিকে উপজেলর আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, উত্তরপাড়া একটি রাস্তার পাশের ডোবায় কালাঁচান মোড়লের ছেলে ঝালমুড়ি বিক্রেতা হাতেম মোড়ল(৪০) ও প্রতিবেশি সাদেক আজমসহ আরো বেশ কয়েক জন মাছ ধরতে যায়। আর এ মাছ ধরাকে কেন্দ্র করে তাদের উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে সাদেকআজম হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাতেম মোড়লের অন্ডকোষে লাথি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পরে ঝালমুড়ি বিক্রেতা হাতেম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভ‚ঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের পর বোঝা যাবে।