নিজস্ব প্রতিবেদক :
প্রিয় বন্ধু হেদায়েত উল্লাহ কিছুক্ষণ আগে ঢাকায় একটি হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেছে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিছু মানুষের চলে যাওয়ার কষ্ট সহ্য করাটা অনেক কঠিন। কাকৈরতলা স্কুলে আমরা দীর্ঘ সময় পড়াশুনা করেছি।
নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির পূর্বচাঁন্দপুর আমিন বাড়ি নিবাসি হেদায়েত_উল্লাহ_বিন_কাশেম (৩৮) কিডনি জনিত সমস্যার কারণে প্রথমে কুমিল্লা মেডিকেল সেন্টারে ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।এরই মাঝে চিকিৎসাধীন অবস্থায় সে আজ রাতে ইন্তেকাল করেছে।
সে ওমানে প্রবাসী ছিল। চলতি মাসের প্রথমদিকে দেশে আসেন এবং অসুস্থতা অনুভব করে। ৪ তারিখে হাসপাতালে ভর্তি হয়।
কিছুদিন আগেও তার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। কোনোভাবেই মানতে পারছি না। সদাহাস্যোজ্জ্বল হেদায়েতের সাথে আর দেখা হবে না কথা হবে না। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিও।
আল্লাহ তার স্ত্রী-সন্তানদের শোক সইবার শক্তি দিও।