মঈন উদ্দীন: মহানগরীতে বসবাসরত খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে নগরভবন চত্বরে প্রায় সাড়ে ছয় শতাধিক মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের আত্মিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের (মুক্তিযোদ্ধাদের) সম্মান মানেই রাজশাহী মহানগরবাসীর সম্মান, আপনাদের সম্মান মানেই রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মান। আপনাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা নুর কুতুবুল আলম, বীর মুুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সকল শহদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে দুপুর থেকে বীর মুক্তিযোদ্ধা নগর ভবনে জড়ো হতে থাকেন। প্রত্যেককে রাসিক মেয়রের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।