বদরুল হক,(আনোয়ারা)চট্রগ্রাম:-
স্বাধীনতার মহান স্থপতি জা’তির জনক শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ চট্টগ্রামের আনোয়ারায় যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন আজ শনিবার সকাল থেকে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। সকালে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, উপজেলা ও মুক্তিযোদ্ধা কমান্ড, নারী নেতৃবৃন্দ, আনসার সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট কালো রাতে নিহত সকলের আত্নার শান্তি কামনাত্বে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ নির্বাহী অফিসার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি)দুলাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা রাশেদুল হক।
আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব, ৫ নং বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহদাৎ হোসেন, উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রমূখ।