চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারস্থ ‘করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন’ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক বেপারী। এসময় বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নূর আহমেদ, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাকিল মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পচিালনা কমিটির সদস্য মো. আব্দুল হান্নান নয়ন, ব্যবসায়ী মো. আব্দুর রহিম সবুজ, বিদ্যালয়ের শিক্ষক মো. ইউনুস মিয়া, মো. রবিউল হাসান পাটোয়ারী, স্থানীয় ছাত্রলীগ নেতা মো. মোরশেদ আলম টিপু, জাহিদ হোসেন, মেহেদী হাসান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।