আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে উপজেলার রাজানগর রাজারহাট নিজ দোকান থেকে ওই ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম মুহাম্মদ জাফর (৩২)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। রাজানগর রাজারহাটে তার একটি দোকান ছিলো, এবং তার পরিবারে আছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।
নিহত মুহাম্মদ জাফরের স্ত্রী বলেন, দোকানে নতুন জিনিসপত্র আনায় রাত হয়ে যায়। রাত হয়ে গেলে নিহত মুহাম্মদ জাফর দোকানে রাত্রি যাপন করলে মধ্যরাতে দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তিনি।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে উত্তর রাঙ্গুনিয়ায় দিনেদুপুরে এনজিও কর্মী থেকে টাকা ছিনতাই, শিলক ইউনিয়নে দিনেদুপুরে বাড়ি থেকে রুবেলকে ডেকে হত্যার ঘটনা এবং আজ রাজানগর ব্যবসায়ীকে মুহাম্মদ জাফরকে মধ্যরাতে হত্যা করেন দুর্বৃত্তরা। এতে শান্ত রাঙ্গুনিয়া অশান্তিতে পরিণত হচ্ছে। খুনিদের দ্রুত শাস্তির আওধায় নিয়ে আসার আহবান জানান তারা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।