আফজাল হোসাইন মিয়াজী
চায়ের কাপে চুমুক দিতেই
বন্ধু আমায় কয়,
বলতে পারো সুখ কোথা পাই?
কেমনে করি জয়!
হাসি মুখেই বললাম আমি
বেঁচে আছি ভবে,
এটাই হলো আজ মহাসুখ
মেনে নিতে হবে।
সুস্থ শরীর এই বড়ো সুখ
কেমন করে ভুলি।
অভিনয়েই কাটছে জীবন
আনন্দেতে দুলি।
এ করোনায় হাজার জীবন
নিয়ে গেল কেড়ে,
এসব ভেবে অন্য সে সুখ
আশা দিই ছেড়ে।
তাইতো বলি বেঁচে থাকাই
সুখী হওয়ার গতি,
তৃপ্ত হৃদয় শোকর করছি
ছড়িয়ে দিই জ্যোতি।