নিজস্ব প্রতিবেদক :
জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছরন,
জামায়াতে প্রচলিত অর্থে কোন সংকীর্ণ রাজনৈতিক, ধর্মীয়, সংস্কারবাদী দল নয়, ব্যাপক অর্থে একটি আদর্শবাদী দল।
তিনি আরও আরো বলেন, এ জামায়াত গোটা মানব জীবনের জন্য একটি ব্যাপকতর জীবন-দর্শনে বিশ্বাসী এবং নিজের সেই জীবন দর্শনকে মানুষের চিন্তাধারায়, আকিদা-বিশ্বাসে, নৈতিক- চরিত্রে, আচার- ব্যবহারে, জ্ঞান -বিজ্ঞানে, সাহিত্য ও শিল্পে, তাহজিব ও তমদ্দুনে, ধর্ম ও সামাজিকতায়, অর্থনৈতিক কায়-কারবারে, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থায় এবং আন্তর্জাতিক সম্পর্ক-সম্বন্ধে রূপায়িত করতে চায় ।
তিনি বলেন, জামায়াতের দৃষ্টিতে আল্লাহর আনুগত্য-বিমুখতা, আখেরাতের জবাবদিহি সম্পর্কে ঔদাসীন্য এবং আম্বিয়ায়ে কেরামের নেতৃত্বের প্রতি উপেক্ষা প্রদর্শনই হচ্ছে দুনিয়াব্যাপী বিপর্যয়ের মূল কারণ।
জামায়াতে ইসলামীর দৃষ্টিতে মানবজাতির মুক্তি ও কল্যাণের একটি মাত্র পথ রয়েছে। তা হচ্ছে এই যে, মানবজীবনের গোটা ব্যবস্থাপনাকে তার সমগ্র শাখা-প্রশাখা সমেত এক খোদার বন্দেগী ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে। এ বন্দেগী ও আনুগত্যের জন্য আম্বিয়ায়ে কেরামের নেতৃত্বকেই একমাত্র সনদ হিসেবে গ্রহণ করতে হবে। যার বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ রূপ কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার ভিতরেই সুরক্ষিত রয়েছে। ব্যক্তি চরিত্র থেকে শুরু করে জাতির সামগ্রিক কর্মপদ্ধতি পর্যন্ত প্রত্যেকটি জিনিসকেই সেই নৈতিক মূল্যবোধের উপর দাঁড় করাতে হবে, যার ভিত্তি স্থাপিত হয়েছে আখেরাতে জবাবদিহি সম্পর্কিত অনুভূতির উপর।