এফ এ নয়ন:
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিনে ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল (১)। টঙ্গীর এই ১৫টি ওয়ার্ডের ৯০শতাংশ সড়কের বেহাল অবস্থা হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।গত ৭ বছরেও এই ১৫টি ওয়ার্ডের সড়ক গুলোর সংস্কার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এই ওয়ার্ড গুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকার অলিগলি পানীর নিচে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের ইশতেহারে এলাকার উন্নয়নের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের কথা বলে থাকলে ও নির্বাচনের পর জনগণকে দেয়া তাদের সেই ওয়াদা ইশতেহারেই সীমাবদ্ধ থেকে যায়।
২০১৩ সনে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দুইবার নির্বাচন হয়েছে। গত ৭ বছেরে এই এলাকায় সিটি করপোরেশনের অধিকাংশ সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি। তারা বলেন, আমাদের টঙ্গীর এই ১৫টি ওয়ার্ডে একটি ও খেলার মাঠ, পার্ক বা কোন প্রকার বিনোদন কেন্দ্র না থাকায় উঠতি বয়সের ছেলে মেয়েরা তাদের বিনোদন বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখযোগ্য সড়ক গুলোর মধ্যে, বনমালা থেকে বাইপাস সড়ক, গাজীপুরা, এরশাদ নগরের অধিকাংশ সড়ক,সাতাইশ থেকে ভাদাম দেওড়া সড়ক, থানা গেইট থেকে দত্তপাড়া সড়ক, ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রীর বাসভবনের সড়ক, ব্যাংক মাঠ সড়ক, মরকুন থেকে নৌ-ঘাট পর্যন্ত, টঙ্গী স্টেশন রোড থেকে আরিচপুর বউ বাজার সড়ক, টঙ্গী বাজারের অধিকাংশ অলিগলি, চেরাগআলী থেকে আউচপাড়া ও সাহাজ উদ্দিন সড়ক, হোসেন মার্কেট থেকে বনমালা সড়ক, টঙ্গী পূর্ব থানা সড়ক, চম্পাকলি থেকে মধুমিতা সড়কের বেহাল অবস্থা। এই সড়ক গুলোতে দীর্ঘ ৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি। এই সড়ক গুলো দিয়ে যান চলাচল ছাড়াও সাধারণ পথচারীদের চলাচলে ও অনুপযোগী হয়ে পড়েছে। বছরজুড়ে খানাখন্দের এই সড়কে হাটু পানী জমে থাকে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, গাজীপুর মেট্রো পলিটন পুলিশের একটি গুরুত্বপূর্ণ থানা হচ্ছে টঙ্গী পূর্ব থানা, বছরে ৯ মাস পানীর নিচে থাকে এই থানা গেইট। ফলে থানায় প্রবেশের সড়কটিতে খানাখন্দ হয়ে গেছে। সিটি করপোরেশনে কয়েক দফায় যোগাযোগ করেও কোন কাজ হয়নি।
এব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (অঞ্চল ১ ও ২) এর, এবিএম ছিদ্দিকুর রহমান জানান, আমাদের সিটি করপোরেশনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে চলতি বছরেই এলাকার ভাংগাচুরা সড়কগুলো সংস্কার করা হবে।