মোঃ সাইফুল্লাহঃ
মাগুরার পিএইচডি খ্যাত ডাঃ মকবুল হোসেন জীবন ফরিদপুরের ল্যাব এশিয়া ডায়াগনিষ্টক সেন্টার থেকে গতকাল দুপুরে র্যাবের হাতে আটক হয়েছে বলে জানা গেছে
ফরিদপুরের ল্যাব এশিয়ার ম্যানেজার প্রদীপ কুমার জানান, ডাঃ মকবুল হোসেন জীবন দীর্ঘদিন ধরে আমাদের এখানে পিএইচডি ডিগ্রি আমেরিকা নিউরো মেডিসিসিনের ও মেডিসিন স্পেশালিষ্ট হিসাবে রোগী দেখে আসছেন। আমরা তো উনার কাগজপত্র ঐভাবে দেখিনি এখানে নিয়মিত প্রাকটিস করছেন, কিন্ত আমরা তো জানিনা উনি ভূয়া ডাক্তার কি না?
তবে গতকাল বেলা দেড়টার দিকে র্যাবের একটি দল ল্যাব এশিয়া ডায়াগনিষ্টকে এসে ডাঃ মকবুল হোসেন জীবনকে খোঁজেন। উনি তখন প্যারালাইসিস রোগী দেখ ছিলেন।
মাগুরার নাম না প্রকাশ করার শর্তে একজন জানান, মকবুল হোসেন জীবন পুলিশের ও রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুর অঞ্চলে বাহারী বাহারী ভূয়া ডিগ্রি কখনো মেডিসিন, কখনো নিউরো ,গ্যাষ্ট্রো ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ হিসাবে মানুষের চোঁখ ফাঁকি দিয়ে প্রতারনা করে রোগী দেখে আসছেন।
এ দিকে মাগুরায় ডাঃ মকবুল হোসেন জীবনের আটকের খবর শহরে প্রচার হলে বিভিন্ন স্থানে মিষ্টি র্বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।