মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদল নেতা বাবলু রহমান বাবলু, সাইদুর রহমান সাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মিলু। বক্তারা, তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্তি করার আহ্বান জানান।