কবি মাদল বড়ুয়া।.
========= ====== কি বাঁশি বাজালে নজরুল,? সুরে পাগল করে,
কোন সুরে যে বাঁশি বাজাও,?
মন থাকেনা ঘরে।
তোমার বাঁশির সুর তরঙ্গে, সারা বাংলা জাগে,
নিশি রাতে ঘুম ভেঙে যায়,
যাদুর মতো লাগে।
তোমার বাঁশির মায়া যাদু,শুনতে সুধার মতো,
বাঙালি সবাই পাগল হয়ে,
ছুটছে অবিরত।
তুমি হলে যে বাংলার পাখি, নাম যার বুলবুল,
এক করেছো সারা বাংলাকে
সুরের নজরুল।
কি সুরে যে বাঁজাও বাঁশি?,প্রাণ রাখা যে ধায়,
তোমার বাঁশির সুরে বাঙালি
পাগল হয়ে যায়।
তোমার মধুর সুরের বাঁশির ধ্বনি,উঠছে অবিরাম,
বাঙালি জাতির ঘুম ভেঙে যায়,
বলে কি শুনিলাম।
তোমার বাঁশির সুর শুনে, বাঙালি জেগে উঠে,
সকাল বেলায় পাখিরা ডেকে,
দূর আকাশে ছুটে।
এখনো শিশুরা তোমার নামে,আঁকে নানান ছবি,
আজ আর তুমি সাধারণ নয়
তুমি জাতীয় কবি।
প্রতিদিন আজও সারা বাংলায়, জপে তোমার নাম,
বাংলার মানুষ তোমায় আজকে
দিচ্ছে অনেক দাম
আজ তুমি একজন কবি নও, মহান এক প্রাণ,
সকাল সন্ধ্যা বাঙালি সবাই,
গায় তোমার গান।
#নজরুলের বাঁশির সুর
*লিখেছেন কবি মাদল বড়ুয়া
কি বাঁশি বাজালে নজরুল,? সুরে পাগল করে
কোন সুরে যে বাঁশি বাজাও?
মন থাকেনা ঘরে।
তোমার বাঁশির সুর তরঙ্গে, সারা বাংলা জাগে,
নিশি রাতে ঘুম ভেঙে যায়,
যাদুর মতো লাগে।
তোমার বাঁশির মায়া যাদু,শুনতে সুধার মতো,
বাঙালি সবাই পাগল হয়ে,
ছুটছে অবিরত।
তুমি হলে যে বাংলার পাখি, নাম যার বুলবুল,
এক করেছো সারা বাংলাকে
সুরের নজরুল।
কি সুরে যে বাঁজাও বাঁশি?,প্রাণ রাখা যে ধায়,
তোমার বাঁশির সুরে বাঙালি
পাগল হয়ে যায়।
তোমার মধুর সুরের বাঁশির ধ্বনি,উঠছে অবিরাম,
বাঙালি জাতির ঘুম ভেঙে যায়,
বলে কি শুনিলাম।
তোমার বাঁশির সুর শুনে, বাঙালি জেগে উঠে,
সকাল বেলায় পাখিরা ডেকে,
দূর আকাশে ছুটে।
এখনো শিশুরা তোমার নামে,আঁকে নানান ছবি,
আজ আর তুমি সাধারণ নয়
তুমি জাতীয় কবি।
প্রতিদিন আজও সারা বাংলায়, জপে তোমার নাম,
বাংলার মানুষ তোমায় আজকে
দিচ্ছে অনেক দাম
আজ তুমি একজন কবি নও, মহান এক প্রাণ,
সকাল সন্ধ্যা বাঙালি সবাই,
গায় তোমার গান।