মাহবুবুর রহমান: নোয়াখালীতে শীত বস্ত্র বিতরণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করতে গিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইভিএম থাকলেও আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহন করবে,না থাকলেও অংশগ্রহণ করবে এ নিয়ে বিতর্কের কিছু নেই।
মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে ম্যুরাল উদ্বোধন এর সময় সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, আইসিটি আইনে কোন সাংবাদিকদের হাতে যদি হ্যান্ডকাপ থাকে এতে কোন ব্যক্তি যদি সাজা পেয়ে থাকে তবে তা তদন্ত বিচার করা হবে। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে যে বিতর্কক চলছে সেই বিতর্কে ইভিএম থাকলো আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে না থাকলেও নির্বাচনে অংশ নেবে
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি সহ আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দু।
এ দিকে বঙ্গবন্ধুর মূরাল উদ্বোধন এর আগে কবিরহাট উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তিনি কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করেন এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।