মেহেদী হাসান, শরণখোলা (বাগেরহাট) :
বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে কারেন্ট, মশারি ও বেহুন্দী সহ দশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন বাগেরহাটের শরনখোলা উপজেলা প্রসাশন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ০৮ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সরদার মোস্তফা শাহীনের নেতৃত্বে ১০ সদস্যে একটি দল বলেশ্বর নদীর মাঝের চর, বগী, চাল রায়েন্দা, তাফাল বাড়ী, কদমতলা সহ বিভিন্ন এলাকায় বিকাল পর্যন্ত অভিযান চালায়। এ সময় জেলেদের নদীতে পুতে রাখা অবৈধ কারেন্ট, মশারি ও ভেহেন্দী সহ নানা প্রকারের প্রায় দশ হাজার মিটার জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি । জব্দকৃত জাল গুলো পরে নির্বাহী ম্যাজিষ্টেট ও জন-সাধারনের উপাস্থিতিতে আগুনে পুড়ে ধংস করা হয়।