1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বদরগঞ্জে আকস্মিক বন্যায় কৃষি ও মৎস খাতে আর্থিক ক্ষতি সাড়ে ২২ কোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত

বদরগঞ্জে আকস্মিক বন্যায় কৃষি ও মৎস খাতে আর্থিক ক্ষতি সাড়ে ২২ কোটি টাকা

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বার

রংপুরের বদরগঞ্জে আকস্মিক বন্যায় কৃষি ও মৎস খাতে ২২ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৫৮০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী করেছে উপজেলা কৃষি ও মৎস অধিদপ্তর। তবে এই ক্ষতির পরিমাণ আরো বেশি বলে দাবী করেছেন ভুক্তভোগীরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়- এবারে ১৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। তবে আকস্মিক বন্যায় দু’হাজার ২৭০ হেক্টর আমন ক্ষেত পুরোপুরি পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ৮৫৮ হেক্টর আমন ক্ষেত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক হাজার ৪১২ হেক্টর আমনক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মোট জমির ৬ দশমিক ৩০ শতাংশ। যার ফলে উপজেলায় তিন হাজার ৬৭০ দশমিক ৪০ মেট্রিক টন চালের উৎপাদন কম হবে। এর পাশাপাশি ২৫ হেক্টর সবজি ক্ষেত পুরোপুরি এবং ৫০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ি আমন ক্ষেত বিনষ্ট হওয়ায় আমন চাষীদের ১৩ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৮০ টাকা এবং সবজি চাষীরা এক কোটি ৯৮ লাখ টাকা লোকসান গুনতে হবে। উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পোষাতে আগাম সরিষা ও শাক সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত চাষীদের কৃষি প্রণোদনার আওতায় এনে বিনামূল্যে সার-বীজ প্রদানের পাশাপাশি স্বল্প সুদে ঋণ সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এদিকে মৎস অধিদপ্তরের মতে আকস্মিক বন্যায় উপজেলার দু’হাজার ২৪৮টি পুকুরের ৬৩৭ মেট্রিক টন মাছ পানিতে ভেসে গেছে। এর ফলে মৎসচাষীরা সাত কোটি ৬৪ লাখ টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলা মৎস্য অফিসার মনজুরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত মৎস চাষীদের প্রণোদনার আওতায় এনে বিনামূল্যে পোনামাছ সরবরাহসহ মাছের খাবার প্রদানের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।
তবে উপজেলার আমন ও মৎসচাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেশি হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম