তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ হাওরের জীবনমান পাল্টে দেয়া অলওয়েদার সড়কের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন ঘোষণার পর ভিডিওতে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভিডিও চিত্র দেখানো হয়। এসময় হাওর ও সড়কটির সৌন্দর্য দেখে অভিভূতি হয়ে সরকার প্রধান বলেন, ইশ! কবে যে যাবো। এ সড়কে (দেখতে) কবে যে যাবো।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমার মনটা পড়ে থাকলো। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাবো। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাবো। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাবো।
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এরইমধ্যে হাওরের নৈসর্গিক রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছে মানুষ।
হাওরবেষ্টিত কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এই ৩ উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল পানি। সময়ের পরিক্রমায় এই হাওরই এখন পর্যটনের নতুন সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগাতে আর সারা বছর এই ৩টি উপজেলার মধ্যে সড়ক পথে যোগাযোগ চালু রাখতে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার এই সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।