মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে চলামান (৪-১৭ অক্টোবর) ১৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. শিব্বির আহমদ ওসমানী। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য সহকারী (ইনচার্জ) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আদর্শ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. মহি উদ্দীন মুকুল, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান হারুন, স্থানীয় ইউপি সদস্য ফারুক বেপারী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাকিল, সিএইচসিপি মো. আব্দুল কাদের সোহাগ, মো. জহিরুল ইসলাম মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি “করপাটি মানবতার ডাক সামাজিক সংগঠন” এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।